Mamata on Sindoor : 'আগে নিজেকে চাওয়ালা বলতেন, এখন সিঁদুর বেচতে নেমেছেন?', মোদিকে আক্রমণে মমতা
ABP Ananda LIVE : 'আগে নিজেকে চাওয়ালা বলতেন মোদি' I 'এখন সিঁদুর বেচতে নেমেছেন?' 'প্রত্যেক মহিলার একটা সম্মান আছে' I 'তাঁরা তাঁদের স্বামীর কাছ থেকে সিঁদুর নেন' I 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' 'এমনভাবে বলছেন, আপনি সবার স্বামী নন' I নরেন্দ্র মোদিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের I
'মুর্শিদাবাদ, মালদায় ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে', পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে মোদি বললেন...
মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গা নিয়ে রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমনকী, মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দু' জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমন দাবি করেছিল পদ্ম শিবির। এবার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও।
বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি? বাংলায় অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বাংলা বলছে, নির্মম সরকার চাই না'।




















