Mamata Banerjee : 'খুব তাড়াতাড়ি জিটিএ নির্বাচন’', দার্জিলিঙে জনসভায় আশ্বাস মমতার।Bangla News
দার্জিলিং-এ জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘৩ লক্ষ ৮০ হাজার চা শ্রমিকের জন্য নতুন বাড়ি’,‘২১ লক্ষ বিধবাকে ভাতা দেওয়া হচ্ছে’। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন,‘আরও ১০ লক্ষ পড়ুয়ার জন্য ক্রেডিট কার্ড’। সাধারণ মানুষেks তিনি বলেন, ‘স্বাস্থ্যসাথী না পেলে দুয়ারে সরকার প্রকল্পের সাহায্য নিন’। এঠাড়া পাট্টা সম্পর্কেও বলেন মুখ্যমন্ত্রী,‘২০ বছর ধরে দার্জিলিঙে পাট্টা দেওয়া হয়নি’। ‘এখন আমরা পাট্টা দেওয়া শুরু করছি’। ‘দার্জিলিঙে হিল ইউনিভার্সিটি গড়ে তোলা হচ্ছে’। ‘দার্জিলিঙ এখন হাসছে, পর্যটকরা আসছেন, সমস্ত হোটেল ভর্তি’।‘দার্জিলিঙে খুব তাড়াতাড়ি হবে জিটিএ নির্বাচন’দার্জিলিঙ যখনই হাসে, তখনই একটি রাজনৈতিক দল এসে উল্টোপাল্টা বলে ভোট নিয়ে যায়’। ‘দিল্লির লাড্ডু খাবেন না, দার্জিলিঙের লাড্ডুই অনেক’। ‘ভোটের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, করেছি’।‘আর এরা পেট্রোল-ডিজেল-গ্যাস-কেরোসিনের দাম বাড়াচ্ছে।