Mamata Banerjee: পুজো অনুদান বাড়াল রাজ্য। 'সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন, টাকা নেই ?' প্রশ্ন সংগ্রামী যৌথমঞ্চের
ABP Aanda LIVE : ভোটের মুখে বাড়ল পুজো অনুদান। পুজো অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা। ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৮৫ হাজার থেকে বেড়ে পুজো অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। 'বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণের উৎসব'। 'দুর্গাপুজোর বৈঠক নিয়ে অনেকে কোর্টে চলে যায়, অনেকে বলে দুর্গাপুজো-সরস্বতী পুজো করতে দেওয়া হয় না'। 'এটা উৎসব, অনেকে কাজ পায়'। '৪৫ হাজারটি বড় ক্লাবে দুর্গাপুজো হয়'। '৫ অক্টোবর পুজো কার্নিভাল, ২, ৩ ও ৪ অক্টোবর বিসর্জনের দিন'। 'কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যেন সমন্বয় থাকে'। 'মহিলাদের নিরাপত্তায় নজর দিতে হবে'।
পুজো অনুদান বাড়াল রাজ্য। যত খুশি অনুদান দিন, বকেয়া ডিএ-টাও দিন। সরব শুভেনদু অধিকারী। সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন, টাকা নেই? প্রশ্ন সংগ্রামী যৌথমঞ্চের।



















