(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: ধর্ষণের ঘটনা রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কী বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়?
ABP Ananda Live: 'ধর্ষণের ঘটনা রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী', 'ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে কঠোর পদক্ষেপের আর্জি', সাংবাদিক বৈঠক করে বললেন আলাপন বন্দ্য়োপাধ্য়ায়।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাডকো মোড় থেকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের, আটক শুভেন্দু অধিকারী।
দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্বাস্থ্য ভবন অভিযান থেকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লড়াই করার জন্য আমরা রাস্তায় বেরোইনি: দিলীপ। নেতাকে গ্রেফতার করলেও আন্দোলন বন্ধ হবে না: দিলীপ। অপরাধীদের সাজা চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দিলীপ। অপরাধীদের আড়াল করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ।
আর জি করকাণ্ডের প্রতিবাদ, পথে বাচিকশিল্পীরা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত মিছিল।