এক্সপ্লোর
Mamata Road Rally: মোদির রোড শো-র পথে মমতার পদযাত্রা! কটাক্ষ বিজেপির
মঙ্গলবার যে রুটে প্রধানমন্ত্রী রোড শো করেছেন, বুধবার সেই একই রুটে পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে করলেন প্রচার। মমতা বলেন, মোদিজি কাল যেখানে রোড-শো করেছেন, সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু, সেখান থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। মোদী গিয়েছিলেন রাজনীতি করতে। আমি গিয়েছিলাম, প্রতিবাদ করতে। আর নেতাজিকে স্যালুট জানাতে। আর এই নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















