Mamata Banerjee: 'মণিপুরের ঘটনা ম্যান মেড প্রবলেম', দাবি মমতার
''৯ ও ১০ মে 'মোকা'র জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে''। '১১ মে পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে'। 'পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে'। 'পরিস্থিতি খারাপ হলে উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানো হতে পারে'। 'মণিপুরে ১৮৫ জন বাঙালির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে'। 'এরাজ্যের আরও ৬৮ জন আটকে আছেন'। 'নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে'। 'কন্ট্রোল রুমের নম্বর - ০৩৩-২২১৪-৩৫২৬ ও ০৩৩-২২৫৩-৫১৮৫'।
'১৮ পড়ুয়া সহ ২৫ জনকে বিমানে ফেরানো সম্ভব হয়েছে'। 'রাজ্যের যারা আটকে আছেন, তাদের ফেরানোর জন্য মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে'।'অন্ধ্রপ্রদেশের ১৪০ ও তেলঙ্গানার ২৬ জন পড়ুয়া মণিপুর থেকে বাংলায় এসেছেন'।
'রাজনীতি আগে নাকি মানুষের জীবন, কোনটা গুরুত্বপূর্ণ?' 'স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন ভাল কথা, কিন্তু মণিপুরে যাচ্ছেন না কেন?'।
'উত্তর-পূর্বের রাজ্য জ্বলছে, আমরা উদ্বিগ্ন'। 'মণিপুরের ঘটনা ম্যান মেড প্রবলেম'। 'বাংলাতেও একই ভাবে সমস্যা তৈরির চেষ্টা চলছে'।
'কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস তৈরি করা হয়েছে একটি সম্প্রদায়কে নিশানা করে'। 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে'। 'কেরলে সিপিএম সরকার চুপ কেন? বিজেপির সঙ্গে যোগসাজশ আছে'। 'বিরোধী দলকে বুলডোজ করার অধিকার কে দিয়েছে?'। 'শাসক দলের শান্তি বজায় রাখাই কর্তব্য'। 'কিন্তু মণিপুরের শাসক দলই অশান্তি তৈরি করেছে'। 'বাংলায় কখনও এই ধরনের ঘটনা ঘটবে না'। 'আমরা সবাইকে পছন্দ করি, কিন্তু যারা ঘৃণা ছড়ায় তাদের পছন্দ করি না'।
'বাংলায় কিছু না হলেও ১৫১ টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে'। 'এনআরসি ঘুরিয়ে করার জন্য নোটিস পাঠিয়েছে, কিন্তু আমি করতে দেব না'। 'নির্বাচন আসলেই রান্নার গ্যাসের টোপ, ভোট হয়ে গেলে ফিরেও দেখে না' বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (TMC)।