MBBS Admission: এমবিবিএসে ভর্তির জন্য ৪৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এমবিবিএসে ভর্তির জন্য এখনও সক্রিয় দুর্নীতি চক্র? কেপিসি-তে এমবিবিএসে ভর্তির নামে 'প্রতারণা', অভিযুক্তকে 'অপহরণ' । 'এমবিবিএসে ভর্তির জন্য ৪৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে' । '৪৮ লক্ষ টাকা দেওয়ার পরেও এমবিবিএসে ভর্তি না হতে না পেরে অপহরণ'। 'প্রতারক'কে অপহরণের অভিযোগ, বেলদা থেকে উদ্ধার করল পুলিশ । অপহরণের অভিযোগে যাদবপুর থানার হাতে গ্রেফতার ৪জন । ২২ অক্টোবর পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজত
আরও খবর..
'আমরা তো রাজ্য সরকারের পুজো কার্নিভাল বাতিলের দাবি করছি না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার আমাদেরও আছে। উৎসবে-অনুষ্ঠানে কোনওরকম বাধা তৈরি না করেই আন্দোলনের অধিকার আছে আমাদের। আর জি কর মেডিক্যালে নিহত নির্যাতিতার বিচারের দাবিতে রাজপথে আন্দোলন। বিচারের দাবিতে চিকিৎসকদের সঙ্গে রাস্তায় নেমে আন্দোলনে নাগরিক সমাজ। ন্যায় বিচার-সহ স্বাস্থ্য পরিষেবা নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আইনের লক্ষ্মণরেখা মেনেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব,' বিবৃতি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।
কাল স্বাস্থ্যভবনে ফের বৈঠকের ডাক, জোড়া ইমেল মুখ্যসচিবের। বিকেল ৫.৫৪ : প্রথম ইমেলে কাল দুপুর ১২.৩০-এ স্বাস্থ্যভবনে বৈঠকের ডাক। সন্ধে ৭.১৪ : মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ইমেল। প্রথম ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে। দ্বিতীয় ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও ডব্লুবি জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে। বৈঠকে ডাকা হল সমস্ত চিকিৎসক সংগঠনের ২ জন করে প্রতিনিধিকে। ৮টি চিকিৎসক সংগঠনের ২ জন করে প্রতিনিধিকে স্বাস্থ্যভবনে বৈঠকের ডাক। চিকিৎসক সংগঠনগুলিকে ই-মেল মুখ্যসচিবের। ১০ দফা দাবিতে ধর্মতলায় ৮ দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা।