Medical Council: বাংলায় প্র্যাকটিস করতে হলে লাগবে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর | ABP Ananda LIVE
West Bengal News: বাংলায় প্র্যাকটিস করতে হলে লাগবে এ রাজ্যের (West Bengal) রেজিস্ট্রেশন নম্বর। ভিনরাজ্যের সমস্ত চিকিৎসকদের রাজ্য মেডিক্যাল কাউন্সিলে (Medical Council)নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। এই মর্মে এবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকায় উল্লেখ, স্থায়ী প্র্যাকটিস ছাড়াও, নির্দিষ্ট সময় অন্তর অন্য রাজ্য থেকে বাংলায় এসে ভিজিটিং চিকিৎসক হিসেবে রোগী দেখতে হলেও এবার থেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করতে হবে। এমনকী, উচ্চশিক্ষা বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে ভিনরাজ্য থেকে যে সমস্ত ডাক্তারি পড়ুয়া এ রাজ্যে আসবেন, তাঁদের ক্ষেত্রেও নিজেদের নাম রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত করা বাধ্যতামূলক। তিনমাসের মধ্যে নাম নথিভুক্তি করার নির্দেশ দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।


















