Prasun Banerjee: হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্ব, নবনির্বাচিত সাংসদ প্রসূনকে নিশানা মন্ত্রী মনোজের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্ব। নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিশানা মন্ত্রী মনোজ তিওয়ারির। 'যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের সঙ্গে ছবি তুলছেন প্রসূন বন্দ্যোপাধ্য়ায়'। 'এত পরিশ্রমের পরেও ধন্যবাদ জানিয়ে একটা ফোন আসেনি'। 'এটা ঠিক হয়নি, আগের মতো আর সম্মান করতে পারব না'। সোশাল মিডিয়ায় ভাইরাল শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির মন্তব্য।
শুক্রবার সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। মোদিকেই ক্যাপ্টেন হিসেবে বেছে নিল এনডিএ। একফ্রেমে বন্দি হলেন, মোদি, টিডিপি-র চন্দ্রবাবু নায়ডু, JDU-র নীতীশ কুমার, শিবসেনার একনাথ শিণ্ডে, LJP রামবিলাসের চিরাগ পাসোয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতমরাম মাজি। কিন্তু এই টিমের কারা কারা মোদি 3.0-তে জায়গা পেতে চলেছেন? মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলিতে এবার কোন কোন মুখ দেখা যাবে? বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী কারা হবেন? বাংলার ১২ জন সাংসদের মধ্য়ে কারও ভাগ্য়ে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে?