Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির একযোগে ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি। ABP Ananda Live
পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) তদন্তে '১২ ফলা' অভিযান ইডি-র। ভোর থেকে সল্টলেক, উত্তর ২৪ পরগনায় ইডির (ED Raid) ম্যারাথন তল্লাশি। ১০ ঘণ্টা পার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডির। সকাল ৬টা থেকে খাদ্যমন্ত্রীর মধ্যমগ্রামের বাড়িতে ইডির অভিযান । খাদ্যমন্ত্রী-সহ ইডির রাডারে একাধিক পুরসভার প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানরা। কামারহাটি পুরসভার তৃণমূল চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও তল্লাশি। বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়িতে হানা। বরানগরের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরীর ফ্ল্যাটেও তল্লাশি ইডির। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও চলছে তল্লাশি। দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধান পাচু রায়ের বাড়িতেও হানা কেন্দ্রীয় এজেন্সির। টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও চলছে তল্লাশি। কামারহাটি ও দক্ষিণ দমদম পুরসভাতেও অভিযান ইডির। কাঁচরাপাড়া পুরসভাতেও হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। সল্টলেকের শ্রাবণী আবাসনে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়ের বাড়িতেও তল্লাশি। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ভোর ৫টা থেকে আইএএস অফিসারের ফ্ল্যাটেও চলছে তল্লাশি।


















