Murshidabad News: ওয়াকফ আঁচে জ্বলছে মুর্শিদাবাদ, শান্তি ফেরাতে রুটমার্চ বিএসএফ-পুলিশের
ABP Ananda Live: ওয়াকফে অশান্ত মুর্শিদাবাদ, ফের চলল গুলি। ধুলিয়ানে গুলিবিদ্ধ ১ যুবক। মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি ওই যুবক। আততায়ীদের পরিচয় এখনও জানা যায়নি। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ । মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ স্পেশাল বেঞ্চের । আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দুর । এধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না' 'শান্তিরক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী' । চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী' । মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করতে হবে' । শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য' । মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। ওয়াকফ আইনের প্রতিবাদে ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান। এরই মধ্যে সুতির সাজুর মোড়ে গন্ডগোলের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হল এক কিশোর। আশঙ্কাজনক অবস্থা তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। এদিন ধুলিয়ানে পুলিশের গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স, পুলিশ কিয়স্কেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।


















