Murshidabad News: মুর্শিদাবাদে অশান্তির ঘটনার এক সপ্তাহ পর সামনে এল একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ
ABP Ananda Live: মুর্শিদাবাদে অশান্তির ঘটনার এক সপ্তাহ পর সামনে এল একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ। সেই ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, মুড়ি মুড়কির মতো ইট-পাটকেল ছুঁড়ছে উন্মত্ত জনতা। আর তাদের মাঝেই ফুটেজে দেখা গেল তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামকে। যে ফুটেজ সামনে আসার পরই তৈরি হয়েছে বিতর্ক। এদিকে আজ ডাকবাংলো ট্রাফিক গার্ডে গেল SIT-র টিম।
বিয়ের পর দিনই জন্মদিন, সকাল সকাল ইকোপার্কে দিলীপ, ভবিষ্যৎ নিয়ে বললেন...
বিয়ের পরদিনই জন্মদিন। আজ জন্মদিন দিলীপ ঘোষের। আজও ইকোপার্কে হাঁটতে বেরোলেন। বিয়ের পর কি পাল্টে যাবেন দিলীপ? তিনি বললেন, "মানুষের চরিত্র সহজে বদলায় না। কেউ ভয় পাচ্ছেন, কেউ চিন্তায় আছেন। অত চিন্তার কারণ নেই।" দিলীপের জন্মদিনে এলাহি আয়োজন অনুরাগীদের। পায়েস, মিষ্টি সব হাজির।



















