Murshidabad News: ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেল আস্ত বাড়ি, দেখুন ভিডিও !
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙনে নতুন শিবপুর গ্রামে তলিয়ে গেল আস্ত বাড়ি। অনেকের চাষের জমি গিলে খেয়েছে গঙ্গা। ভাঙন বাড়লে আরও একাধির জমি-বাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভয়াল চেহারা নিয়েছে গঙ্গা। পাড়ের বাড়ি গিলতে, ধেয়ে আসছে ঢেউ। বাসিন্দাদের জন্য় এ এক চূড়ান্ত অসহায় অবস্থা। কোনওমতে দরজা, জানলা, আসবাব সরিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। রাস্তার ধারে ডাঁই করে রাখা বিছানা, তোষক। কিছুক্ষণের মধ্যেই জলের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল গোটা বাড়ি। চোখের নিমেষে আশ্রয় তলিয়ে গেল গঙ্গার গর্ভে। শুধু এই বাড়িটি নয়, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে, গঙ্গার ভয়াবহ ভাঙনে, নতুন শিবপুর গ্রামে আরও ২টি বাড়ি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আরও ৭ টি বাড়ি।


















