Nabanna Abhijan: নবান্ন অভিযানের দিন একাধিক নেতার বিরুদ্ধে অন্তত ৩ টি FIR দায়ের পুলিশের
ABP Ananda Live: নবান্ন অভিযানের দিন একাধিক নেতার বিরুদ্ধে অন্তত ৩ টি FIR দায়ের পুলিশের। যেকোন মুহূর্তে গ্রেফতার করতে পরে পুলিশ এই আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ কয়েকজন। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ। মমলা দায়েরের অনুমতি আদালতের, কাল শুনানির সম্ভবনা ।
আরও খবর, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার, এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযানে যাবেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারের আগেই বউবাজারে লোহার পাঁচিল দিল পুলিশ, যান চলাচল বন্ধ ।