Virat Kohli: এক যুগ পরে রঞ্জিতে নামছেন বিরাট কোহলি, কোথায়, কখন দেখবেন তাঁর ম্যাচ?
Ranji Trophy: ১২ বছর পর রঞ্জিতে ফিরছেন বিরাট কোহলি। মঙ্গলবার থেকেই সতীর্থদের সঙ্গে সেরেছেন অনুশীলনও। 'কিং'-র রঞ্জি প্রত্যাবর্তন ঘিরে উন্মাদনা চরমে।
![Virat Kohli: এক যুগ পরে রঞ্জিতে নামছেন বিরাট কোহলি, কোথায়, কখন দেখবেন তাঁর ম্যাচ? Virat Kohli returns to Ranji Trophy after 12 years when and where to watch him play live Virat Kohli: এক যুগ পরে রঞ্জিতে নামছেন বিরাট কোহলি, কোথায়, কখন দেখবেন তাঁর ম্যাচ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/b3d70417c59ed1e3a62c3e5980ddee621738202563070507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের মহাতারকা, গ্লোবাল আইকন, বলা যেতে পেরে ক্রিকেটের পোস্টার বয় তিনি। যেখানেই যান, যাই করেন তাই খবরের শিরোনামে উঠে আসে। আর তিনি ২২ গজে নামলে তো কথাই নেই। বিরাট কোহলির (Virat Kohli) প্রতিটি ম্যাচের দিকেই গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর থাকে। ম্যাচটা ঘরোয়া ক্রিকেটের গুরুত্বহীন হলেও, পার্থক্য যে কিছু হয় না, তা দিন দু'য়েক আগেই দেখা গিয়েছে।
দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। এই খবরটা পাঁচ কান হওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। সেই সময় প্রায় চলেই এসেছে। এক যুগ পরে আবারও ঘরোয়া ক্রিকেটে খেলতে নামবেন 'কিং কোহলি'। আর সেই ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ থাকবে না, তাও আবার হয় নাকি! স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।
মঙ্গলবার কোহলি যখন স্টেডিয়ামে ঢোকেন, সেই তখন থেকেই দলের সতীর্থরা হোক বা কোচ, সকলের মুখেই হাসি। সকলেরই নজর তাঁর দিকে। আর শত শত ক্যামেরা তাঁর বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি করতে ব্যস্ত। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও, এটা আর পাঁচটা সাধারণ ম্যাচের থেকে ভিন্ন। কারণটা অবশ্যই বিরাট কোহলি। ডিডিসিএ সচিব অশোক কুমার শর্মা ম্যাচের প্রথম দিন মাঠে প্রায় ১০ হাজার দর্শক হতে পারে বলে আশা করছেন। গৌতম গম্ভীর স্ট্যান্ডও দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ দেখতে কোনও প্রবেশমূল্য লাগবে না। আধার কার্ড আনলেই মিলবে ম্যাচ দেখার সুযোগ। তবে এত গেল মাঠে বসে খেলা দেখার বিষয়। যারা মাঠে যেতে পারবেন না, তাঁরা কীভাবে এই খেলা দেখবেন?
কাদের ম্যাচ?
রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে দিল্লি।
কোথায় হবে বিরাট কোহলির রঞ্জি প্রত্য়াবর্তনের ম্যাচ?
রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বসবে এই ম্যাচের আসর।
কখন শুরু হবে বিরাট কোহলির রঞ্জি প্রত্য়াবর্তনের ম্যাচ?
বৃহস্পতিবার, অর্থাৎ ৩০ জানুয়ারি সন্ধে সকাল ৯.৩০টা থেকে শুরু হবে ম্যাচ। টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ৯টায় আয়োজিত হবে।
কোথায় দেখবেন দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ?
বিরাট কোহলির রঞ্জিতে ফেরার এই ম্যাচটি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: আইএসএলে ফুটবলের গুণগত মানে বিস্মিত ইস্টবেঙ্গলের নতুন তারকা রিচার্ড সেলিস
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)