Nabanna Abhijan Live: নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র রাজপথ, দফায় দফায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ।
Nabanna Abhijan: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযান ঘিরে নবান্ন যেন দুর্গ। কলকাতা থেকে হাওড়া-দিকে দিকে ব্যারিকেড। মিছিল আটকাতে এজেসি বোস রোডের দুটি দিকেই নামানো হল কন্টেনার। নবান্নমুখী একের পর এক রাস্তা বন্ধ, এজেসি বোস রোডও বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলও, শুধু সরকারি বাসকে ছাড়। জলকামান চার্জ শুরু করেছে পুলিশ। ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ। হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়।