Bhuter Raja Dilo Bor: নতুন ব্য়াঙ্কোয়েটের উদ্বোধন হল 'ভূতের রাজা দিল বর'-এ, থাকছে একাধিক লোভনীয় খাবারের সম্ভার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোজন রসিকদের জন্য় সুখবর। নতুন ব্য়াঙ্কোয়েটের উদ্বোধন হল 'ভূতের রাজা দিল বর'-এ। থাকছে একাধিক লোভনীয় খাবারের সম্ভার।
সেই কোনকালে সত্য়জিৎ রায়ের সেলুলয়েড ফ্রেমে ভূতের রাজা দিয়েছিলেন ৩ বর। সিনেমার পর্দায় জন্ম হয়েছিল হীরক রাজা, গুপি-বাঘাদের। সেই সমস্ত চরিত্ররা আজও অমর। শুধু স্মৃতিতে নয়, কলকাতার নামজাদা রেস্তোরাঁ, ভূতের রাজা দিল বরে আজও তাদের দেখা যায়। রসনার তৃপ্তি মেটাতে চার মাস আগে হাতিবাগানে উদ্বোধন হয়েছিল ভূতের রাজা দিল বর-এর নতুন আউটলেটের। যেখানে এক ছাদের তলায় রয়েছে ভূতের রাজার দরবার, শুন্ডির রাজার দরবার, হীরক রাজার দরবার। এবার সেই তালিকায় যুক্ত হল ব্য়াঙ্কোয়েট, মন্ত্রীমশাই। এদিন উদ্বোধনে উপলক্ষে উপস্থিত ছিলেন বন্ধন ব্য়াঙ্কের ম্য়ানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ, জর্জ টেলিগ্রাফের ম্য়ানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত, সেনকো গোল্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন, মুখোরচক স্ন্য়াক্সের কর্ণধার প্রণব চন্দ্র।