এক্সপ্লোর
Arjun Singh:'অনেকে অতীতকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে দলের ক্ষতি হচ্ছে', কীসের ইঙ্গিত অর্জুন সিংহের?ABP Ananda LIVE
খড়দার আইসি-র প্রশংসায় অর্জুন সিংহ। 'খড়দার আইসি অ্যান্টি ক্রিমিন্যাল। খড়দায় পুলিশের ভূমিকা ভাল', বললেন তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তবে একই সঙ্গে তাঁর সংযোজন, 'অনেকে অতীতকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে দলের ক্ষতি হচ্ছে। আমি এমপি থাকলেও দায়িত্ব আমার নয়, তাপস রায়ের দেখা উচিত।'
আরও দেখুন






















