এক্সপ্লোর
Illegal Sand Mining : ৮ মাস বন্ধ থাকার পর ফের গঙ্গার ঘাটে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। ABP Ananda Live
এবিপি আনন্দের খবরের জেরে ৮ মাস বন্ধ থাকার পর উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটিতে গঙ্গার ঘাটে ফের অবৈধভাবে তোলা হচ্ছে বালি। এবিপি আনন্দের ক্য়ামেরায় ধরা পড়ল সেই ছবি। গঙ্গার পারে তুলে রাখা হচ্ছে বালি। অথচ জানেন না কামারহাটি পুরসভার পুরপ্রধান। গত বছরের ডিসেম্বরে গঙ্গা থেকে অবৈধভাবে বালি (Illegal Sand Mining) তোলার খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। তারপরেই সক্রিয় হয় প্রশাসন। বন্ধ হয় অবৈধভাবে বালি তোলা। কিন্তু, ৮ মাস কাটতেই ফের ধরা পড়ল সেই ছবি।
জেলার
বইমেলায় আসছে ‘ছবিওয়ালার গল্প’, ট্রাম লাইন থেকে যুদ্ধের ময়দান, অশোক মজুমদারের ৫০ বছরের যাত্রাপথ এবার মলাটবন্দী
সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান 'শতরঞ্জ কে হিরোজ়'
থমকে রয়েছে বেঙ্গল ক্রিশ্চান কাউন্সিল পরিচালিত স্কুলগুলিতে নিয়োগ, অভিযোগ তুলে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি
'জন্মতারিখের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে', বললেন নির্দেশ সুপ্রিম কোর্টের
ওপারে মহম্মদ ইউনূস যা করছে, এপারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন: শুভেন্দু
আরও দেখুন




















