North Bengal: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সাসপেন্ড হওয়া ৫ ছাত্রকে ক্লাস করার অনুমতি আদালতের
ABP Ananda Live: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সাসপেন্ড হওয়া ৫ ছাত্রকে ক্লাস করার অনুমতি আদালতের। ৫ ছাত্রকে ক্লাস করা এবং পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ক্লাস করা এবং পরীক্ষায় বসা ছাড়া অন্য কাজে কলেজে যাবে না ৫ ছাত্র। থ্রেট কালচারের অভিযোগে ৫ ছাত্রকে ৬ মাসের জন্য সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। কোনও নিয়ম না মেনে সাসপেন্ডের সিদ্ধান্ত, দাবি সাসপেন্ড হওয়া ৫ ছাত্রের। সপেন্ডের সিদ্ধান্তের দায় কার্যত RDA এবং বিক্ষোভকারীদের ঘাড়ে চাপালেন কলেজ কর্তৃপক্ষ। পরিষেবা, শান্তি বজায় রাখতে ওই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না, সওয়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ৫ সপ্তাহ পরে এই মামলার ফের শুনানি।
আরও খবর, শীতের শুরুতেই সবজির চড়া দাম। শীতকালীন সবজি শুধু নয়,আলু-পেঁয়াজেরও দাম বেশি। পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ টাকা। জ্যোতি আলু বিকোচ্ছে ৩০-৩৫ টাকায়, চন্দ্রমুখী আলু এক কেজির দাম ৪০ টাকা। কাঁচা লঙ্কা, গাজর ১০০ টাকা কেজি। আদা-রসুনের দামও আকাশছোঁয়া। আনাজপাতির দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান।