NRC Issue : 'বাঙালিদের ভয় পাইয়ে ভোট পাওয়ার চেষ্টা',NRC বিতর্কে মমতাকে আক্রমণ অসমের মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : না জেনে ফর্ম ফিলআপ করবেন না। SIR-NRC-কে হাতিয়ার করে সরব মুখ্যমন্ত্রী। কোথায় NRC? বাঙালিদের ভয় পাইয়ে ভোট পাওয়ার চেষ্টা, কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রীর। NRC-তরজায় ২ মুখ্যমন্ত্রী
ট্যাংরাকাণ্ডের ছায়া এবার রাজারহাটে? ঘটে গেল হাড়হিম করা ঘটনা
এক পরিবারের তিন মহিলা সদস্যের মৃত্যু। দুর্ঘটনার কবলে বাকি তিন পুরুষ। চলতি বছরের শুরুতে ট্যাংরার ঘটনা শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিয়েছিল। তদন্তে জানা যায়, দেনার দায়ে ডুবতে বসে নিজেদের শেষ করার সিদ্ধান্ত নেন তাঁরা। এমনই এক ঘটনা ঘটে গেল রাজারহাটের নারায়ণপুরে। দেবী পার্কে একই পরিবারের ৩ জনের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ঘনীভূত রহস্য। রাজারহাটের ওই পরিবারের ৩ জনই আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণপুরের দেবী পার্কে শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন ব্যবসায়ী সঞ্জয় দে।পুলিশ সূত্রে খবর, বাজারে প্রচুর দেনা ছিল ব্যবসায়ীর। বাড়ি, গাড়িও বিক্রি করে দিতে হয়। এরপর বৃহস্পতিবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সঞ্জয়, তাঁর স্ত্রী ও শাশুড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীর স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়।


















