Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর মালদা সফরের দিনই বিহার থেকে ফের বাংলায় ঢুকছে রাহুল গাঁধীর ন্যায় যাত্রা। ABP Ananda Live
West Bengal News: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মালদা (Malda) সফরের দিনই বিহার থেকে ফের বাংলায় ঢুকছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রা। কাটিহারের কোলাসি গ্রাম থেকে আজ যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ। কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। এরপর হরিশ্চন্দ্রপুর হয়ে আজই মালদায় ঢুকল রাহুলের ন্যায় যাত্রা। প্রায় একই সময়ে, একই জেলায় ৬৫ কিলোমিটার দূরে ইংরেজবাজারে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। দুই হেভিওয়েটের কর্মসূচি ঘিরে মালদায় প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মালদা ছাড়ার পর, বিকেলে ইংরেজবাজারে পৌঁছবেন রাহুল । কাল সুজাপুর থেকে কালিয়াচক হয়ে ফরাক্কা দিয়ে অধীরের জেলায় ঢুকবে রাহুলের ন্যায় যাত্রা। ABP Ananda Live

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
