Murshidabad: এবার আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য । আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে মালদার বৈষ্ণবনগরের শোভাপুর পঞ্চায়েতের সদস্য গ্রেফতার । অস্ত্রপাচারকারী তৌসিফ আলিকে জেরা করে পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদের খোঁজ । ফরাক্কা থেকেই আব্দুল রশিদকে গ্রেফতার করল রেল পুলিশ । ২৭ অক্টোবর অস্ত্র সহ গ্রেফতার করা হয় তৌসিফ আলিকে । উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও ৪টি ম্যাগাজিন
আরও খবর...
ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হল ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকল কী করে? তদন্ত শুরু করেছে রেল। প্রাণ হাতে করে ট্রেন সফর আর কতদিন? ফের উঠল সেই প্রশ্ন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। ১০ দিনের মধ্যে মিলবে রিপোর্ট।
৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী'।কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগ। সুকান্তকে শোকজ করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের



















