Parkstreet Shootout: পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। ABP Ananda Live
ABP Ananda Live: পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে (Parkstreet Shootout) অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। মহম্মদ ফইমউদ্দিন ওরফে সোনাকে গ্রেফতার করল পুলিশ। গ্যাংস্টার গব্বর ঘনিষ্ঠ দুষ্কৃতী সোনাকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা । ১৪ জুন: বাইক নিয়ে রেষারেষিতে গন্ডগোলের জেরে পার্ক স্ট্রিটে গুলি। পার্ক স্ট্রিটে শ্যুটআউটে জখম হন ১ যুবক। পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে ধৃত বেড়ে ৫।
অন্য়দিকে, ব্যারাকপুরের (Barrackpore Incident) নোনা চন্দনপুকুরে সাঁতার শিখতে (Swimming Pool Death) গিয়ে মৃত্যু হল ৮ বছরের বালকের। প্রশিক্ষকের (Instructor) বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও মৃতের আত্মীয়-পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুইমিং পুল। গতকাল সাঁতার শিখতে গিয়ে ৮ বছরের বালকের মৃত্য়ু হয়। প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। কীভাবে নাবালকের মৃত্যু হল, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। আপাতত সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা ও ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস।