Special Abled Programme: বিশেষভাবে সক্ষমদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী
বিশেষভাবে সক্ষমদের নিয়ে মুকুন্দপুরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। অংশ নেন প্রায় তেইশশো প্রতিযোগী। অনুষ্ঠানে হাজির ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। দক্ষিণ ২৪ পরগনার মুকুন্দপুর বড়াখোলা মাঠে বিশেষভাবে সক্ষমদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। ২৪টি বিশেষ বিদ্যালয় ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তেইশশো প্রতিযোগী অংশ নেন অনুষ্ঠানে। বিশেষভাবে সক্ষমদের ক্রীড়া অনুষ্ঠানে হাজির ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। ৩১ বছর ধরে বিশেষভাবে সক্ষমদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী।


















