Behala News: ট্যাংরাকাণ্ডের পর এবার বেহালার শকুন্তলা পার্ক, বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার
ট্যাংরাকাণ্ডের পর এবার বেহালার শকুন্তলা পার্ক। চিমনি-ওয়াটার পিউরিফায়ারের দোকান থেকে বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। বছর ৫৩-র ব্যবসায়ীর নাম স্বজন দাস। তাঁর মেয়ে ২২ বছরের সৃজা অটিজমে আক্রান্ত ছিলেন। স্বজনের বাড়ি মহেশতলার নুঙ্গিতে। পরিবারের দাবি, গতকাল দুপুর ১টা নাগাদ মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী। দীর্ঘক্ষণ না ফেরায়, খোঁজ নিতে শুরু করেন তাঁর স্ত্রী। সন্ধে ৭টা নাগাদ শকুন্তলা পার্কে স্বজনের অফিস ঘর থেকে বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ডিপ্রেসনের কারণে মেয়েকে খুন করে আত্মহত্যা? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা।


















