Santu Pan Bail: পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানির
West Bengal News: গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের (Santu Pan) জামিন মঞ্জুর হাইকোর্টের (High Court)। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, শুনানিতে সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানির। সম্ভ্রমহানির অভিযোগ ছাড়া বাকি সবটাই জামিনযোগ্য, সওয়াল মহেশ জেঠমালানির। এফআইআর দেখে প্রাথমিকভাবে অযৌক্তিক এবং মোটিভেটেড মনে হচ্ছে, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর। এফআইআর দেখে গোপন জবানবন্দিতে কী থাকতে পারে সেটা বোঝা যাচ্ছে, মন্তব্য বিচারপতির আদালত বলা সত্ত্বেও, সম্ভ্রমহানির অংশ পেশ করা ভিডিওতে দেখাতে পারল না রাজ্য। 'মূল অভিযুক্তকে ধরতে পারছেন না, নিরীহ সাংবাদিকদের গ্রেফতার করছেন!''পুলিশ আধিকারিকদের বলুন, তাঁদের যেটা করার, সেটা করতে'। পুলিশ আধিকারিকদের কথা ভেবে আমি দুঃখিত, রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর গোটা বিষয়টিকে উপহাসের পর্যায়ে নিয়ে গেছেন, মন্তব্য হাইকোর্টের। ABP Ananda Live