Primary Recruitment Scam: OMR দুর্নীতিতে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তদন্তে সিবিআই। ABP Ananda Live
Calcutta High Court: হাইকোর্টের নির্দেশের পর প্রাথমিক নিয়োগে OMR-দুর্নীতি খুঁজতে অল আউট অভিযানে নেমেছে সিবিআই। পরপর চার দিন এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গল, বুধ, বৃহস্পতির পর শুক্রবারও তিন জন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে অভিযানে নেমেছেন ৫ সিবিআই আধিকারিক। ইতিমধ্যেই একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে দুর্নীতি তদন্তের শেষ দেখতে সেইসব তথ্যই পুনরুদ্ধার করতে চায় সিবিআই। পুলিশের পিস্তল তৃণমূল কর্মীর হাতে! সেলফি তুলে নিজেই সোশাল মিডিয়ায় আপলোড করলেন তৃণমূল কর্মী। পুলিশের নাইন এম এম পিস্তল হাতে বাগদার তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই শোরগোল । বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বনগাঁ পুলিশ জেলার সুপার।


















