Primary Recruitment: এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে
ABP Ananda Live: SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিলের পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে। গত সাতই এপ্রিল এই মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছিল বিচারপতি সরে দাঁড়ানোয়। অবশেষে আগামী ২৮ এপ্রিল থেকে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের এজলাসে। SLST যদি সামান্য একটা নদী হয়, তাহলে দুর্নীতির একটা মহাসমুদ্র ২০১৪-র প্রাইমারি টেট। দুর্নীতি নিয়ে এমনই মন্তব্য করছেন ২০১৪-র টেট পাস চাকরিপ্রার্থীরা।
ডেডলাইনই সার, যোগ্যদের তালিকা প্রকাশ করল না SSC
ডেডলাইনই সার, যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দফতরেই আটকে এসএসসির চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, "যাঁরা যোগ্য বঞ্চিত শিক্ষক, সময়মতোই বেতন পাবেন। এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনও ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা।"




















