7: 30 Tae Saradin: আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, আফ্রিকা থেকে ভারতে এল ৮টি চিতা
টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি স্কুলের ছাদে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। টিটাগড়ের সাউথ স্টেশন রোডে সকাল ১১টা নাগাদ সেকেন্ড পিরিয়ড চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ হয়। আতঙ্কে হুড়মুড় করে বেরিয়ে আসেন পড়ুয়া ও শিক্ষকরা। দেখা যায়, স্কুলের ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বোমার স্প্লিন্টার, সুতলি। স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, দাবি স্কুলের শিক্ষক ও দারোয়ানের। এলাকায় গিয়ে তদন্তে করেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল।
স্কুলের ভিতরে কোনও বোমা ছিল না। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, দাবি স্কুলের এক শিক্ষক ও নিরাপত্তারক্ষীর।
আজ প্রধানমন্ত্রীর জন্মদিন। ৭২-এ পা দিলেন নরেন্দ্র মোদি। আজই আফ্রিকা থেকে ভারতে এল ৮টি চিতা। নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানের বিশেষ এনক্লোজারে ছাড়লেন প্রধানমন্ত্রী।
জন্মদিন উপলক্ষ্যে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, অমিত শা, রাজনাথ সি, যোগী আদিত্যনাথ, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার-সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। হলদিয়ায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বালুরঘাটে মোদি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। কলকাতায় বিজেপির পার্টি অফিসে দেড় কেজি ওজনের লাড্ডু দিয়ে উদযাপিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন।