Kalna: দলের ঘোষিত চেয়ারম্যানকে মানতে আপত্তি, শপথ গ্রহণে অনুপস্থিত TMC-র ১২ জন কাউন্সিলর | Bangla News
কালনা পুরসভায় (Kalna Municipality) দলের ঘোষিত চেয়ারম্যানকে মানতে আপত্তি তৃণমূলের (TMC) ১২ জন কাউন্সিলরের। শপথ গ্রহণে যোগ না দিয়ে প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। তা নিয়ে ধুন্ধুমার। কালনা পুরসভার নতুন চেয়ারম্যান হয়েছেন আনন্দ দত্ত। দলেরই ১২ জন কাউন্সিলর তাতে আপত্তি জানিয়েছেন। উপ পুরপ্রধান তপন পোড়েলকে চেয়ারম্যান পদে চেয়ে এদিন প্রতিবাদ জানান বিক্ষুব্ধ কাউন্সিলররা। অন্যদিকে, আনন্দ দত্তর সমর্থনে পুরসভার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। টাউন হলের বারান্দা থেকে মন্ত্রী স্বপন দেবনাথকে চিত্কার করে পুলিশকে বিক্ষোভ হঠানোর নির্দেশ দিতে দেখা যায়। মন্ত্রী জানিয়েছেন, দলের সিদ্ধান্তই মানতে হবে। কয়েকজন কাউন্সিলর পিছন থেকে ছুরি মেরেছেন।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)