Purulia: পুরুলিয়া স্টেশনে রেল পুলিশের তৎপরতায় বাঁচল বৃদ্ধার প্রাণ
রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধার। পুরুষোত্তম এক্সপ্রেস পুরুলিয়া (Purulia) স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা বছর ৮০-এর বৃদ্ধা হঠাৎই পড়ে যান। দেখতে পেয়ে ছুটে যান কর্তব্যরত এক রেলপুলিশ। উদ্ধার করেন বৃদ্ধাকে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধার বাড়ি জামশেদপুর। ভুল করে তিনি পুরুষোত্তম এক্সপ্রেসে উঠে পড়েছিলেন। ট্রেন ছাড়ার সময় তড়িঘড়ি নামতে গিয়েই এই বিপত্তি।
নদিয়ার হাঁসখালিতে যুবকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, গতকাল রাতে প্রতিবেশীকে নামিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন প্রদীপ বিশ্বাস। আজ সকালে বাড়ির কাছে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পরে পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খুন, নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখছে হাঁসখালি থানার পুলিশ।