Awas Yojna: ' আবাস তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম', দাবি রবীন্দ্রনাথ ঘোষের
তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের মধ্যেই এবার প্রধানমন্ত্রী আবাস-তালিকায় অমিত শা-র ডেপুটির বাবার নাম থাকার অভিযোগ উঠল। দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের। এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। গতকাল সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। এবার নিশীথ প্রামাণিকের বাবার নাম উঠেছে আবাস তালিকায়। এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি। গোটাটাই ষড়যন্ত্র, পাল্টা দাবি করেছে বিজেপি। নিশীথ প্রামাণিক বা তাঁর পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
![Dumdum Robbery: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! মুখ চেপে লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/3cdf7744fce54f6a1b5705909f7870b61739797172102535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)