Raiganj: '১০০ জনের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলেই রাস্তা হবে..', রাজগঞ্জের বিডিওর মন্তব্যে তোলপাড়
ABP Ananda LIVE: লক্ষ্মীর ভাণ্ডার ছাড়লে, সেই টাকায় হবে রাস্তা! রাস্তার দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে এই মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি, সরকারি প্রকল্পের সুবিধা না ছাড়লে, পাওয়া যাবে না হকের পরিষেবা? প্রকল্পের জন্য কোথাও গিয়ে সরকারি পরিকাঠামোয় গলদ থেকে যাচ্ছে? অন্যদিকে, বিডিও-র এই মন্তব্য ঘিরে, ময়দানে নেমেছে বিরোধীরা। সমালোচনায় সরব হয়েছে শাসক দলও।
'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর
বিহারে খসড়া ভোটার তালিকা থেকে খোদ বিরোধী দলনেতার নাম বাদের অভিযোগ। খসড়া ভোটার তালিকায় নেই নাম, দাবি লালুপুত্র তেজস্বী যাদবের। ভোটার তালিকা থেকে আমার নাম বাদ গিয়েছে, দাবি তেজস্বী যাদবের। তেজস্বী যাদবের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। 'তেজস্বী যাদবের অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে। বিহার ভেটেরনারি কলেজ লাইব্রেরি ভবনের ২০৪ নম্বর বুথে নাম রয়েছে। 'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর


















