Ramnavami: রামনবমীর মিছিলে কুণাল, সাম্প্রদায়িক বার্তাও দেন তিনি
ABP Ananda Live: রামনবমীতে মিছিলে অংশ নিয়েছেন কুণাল ঘোষ। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে রামনবমীর মিছিল এবং সেই মিছিলে হাঁটছেন কুণাল ঘোষ । সংখ্যালঘু সম্প্রদায়কে সঙ্গে নিয়ে রামনবমীর মিছিলে কুণাল ঘোষ। একদিক থেকে সাম্প্রদায়িক বার্তা দেওয়া হচ্ছে।
হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া র্যালি। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি পেয়েছে বিশ্বহিন্দু পরিষদও। হাইকোর্টের নির্দেশ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে।
অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! পুলিশের চোখে পড়তেই..
সিউড়িতে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। সিউড়ির শুঁড়িপাড়াতে হিন্দু জাগরণ মঞ্চের শোভাযাত্রায় অস্ত্র হাতে নাবালকদের মিছিল, অস্ত্র বাজেয়াপ্ত পুলিশের। তবে শুধু, সিউড়ি নয়, উত্তর ২৪ পরগনার বারাসাত, মুর্শিদাবাদের বহরমপুরেও দেখা গিয়েছে অস্ত্র হাতে মিছিল।






















