Ranigaunj Dacoity Incident: ৩ দিনে পরপর ২টি ভয়াবহ ডাকাতি, রানিগঞ্জের ডাকাতিকাণ্ডে গ্রেফতার ২ ডাকাত
ABP Ananda LIVE: ৩ দিনে পরপর ২টি ভয়াবহ ডাকাতি। রানিগঞ্জের (Ranigaunj)ডাকাতিকাণ্ডে গ্রেফতার ২ ডাকাত। গিরিডি থেকে পাকড়াও গুলিবিদ্ধ ডাকাত। রবিবারের ভয়াবহ ডাকাতির আরও এক সিসি ক্যামেরার ছবি এবিপি আনন্দের হাতে।
নবান্নের খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর। 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর। কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর।
হেরেও বিদ্রোহী কার্শিয়ংয়ের(Kurseong) বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা(Bishnuprasad Sharma)। সুকান্ত(sukanta majumdar)-শুভেন্দু-দিলীপকে (Dilip Ghosh)একযোগে আক্রমণ। 'রাজ্যে বিজেপির অবস্থা খুব খারাপ'।