Rituparna Sengupta: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ED | ABP Ananda LIVE
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ED-র জিজ্ঞাসাবাদ। প্রায় ৫ ঘণ্টা পর ED দফতর থেকে বেরোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে জানান ঋতুপর্ণা। 'নথি চেয়েছিল, দিয়েছি', ED দফতর থেকে বেরিয়ে দাবি অভিনেত্রীর। ৫ জুন তলব করা হয়, কিন্তু বিদেশে থাকায় সময় চান ঋতুপর্ণা সেনগুপ্ত। 'অভিযুক্তদের অ্যাকাউন্টের তদন্তে সামনে আসে ঋতুপর্ণার নাম', রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর কাছে জানতে চায় ED, খবর সূত্রের।
হেফাজতে থাকা অবস্থায় ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু। বিচারবিভাগীয় বা সিবিআই তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর। ৪ জুন তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। '১১ জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে। এরপর ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়', পুলিশের অত্যাচারেই মৃত্যু বলে অভিযোগ তুলে পোস্ট শুভেন্দু অধিকারীর।