Remal Cyclone Update: ঠিক কোথায় আছড়ে পড়বে রেমাল? দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টি? ABP Ananda Live
মে মাসে আবার ঘূর্ণিঝড়ের (Cyclone Update) চোখরাঙানি!বাংলা কি আরও একবার প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে? বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শুক্রবার সকালে তার অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৭০০ কিমি, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণপূর্ব ৬৬০ কিমি এবং ক্যানিংয়ের দক্ষিণে ৭১০ কিমি দূরে। আর তা থেকেই জোরালো হচ্ছে এই আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার সকালে গভীর নিম্নচাপ (Cyclone Remal Update) ঘূর্ণিঝড় 'রেমালে' পরিণত হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সেটির অভিমুখ উত্তর-পূর্ব দিক থেকে ঘুরে উত্তর দিকে হবে। পরে তা যত উত্তরে যাবে, তত শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় 'রেমাল'। শনিবার মধ্যরাতে সেটি অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার মধ্যরাতে আর তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর প্রভাবে রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমির বেশি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।