(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar:মহাষ্টমীতে ধর্মতলায় মহা সমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের।বিলি করা হবে ১০দফা দাবি-সম্বলিত লিফলেট
ABP Ananda Live: মহাষ্টমীর সকালে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশে সাধারণ মানুষ ও সিনিয়র চিকিৎসকদের প্রতীকী অনশন। অনশনরত অনিকেতের অবস্থা 'সঙ্কটজনক'। জানিয়েছেন চিকিৎসকরা। লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা। সেই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে। আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। তার জেরেই বেড়েছে জটিলতা। সিসিইউতে ডাক্তারদের কড়া নজর অনিকেতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। এই সমাবেশে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট।অন্যদিকে, পুজো মণ্ডলে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ৯ জনের পরিবারের পাশে থাকার বার্তা দিতে আজ তাঁদের বাড়িতে যাবেন জুনিয়র ডাক্তাররা। সোদপুরে নিহত চিকিৎসকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন মা-বাবা। আজ সেখানেও যাবেন জুনিয়র ডাক্তাররা।