RG Kar News: সঞ্জয় রায়ের আমৃত্য়ু যাবজ্জীবন কারাদণ্ডের পর জোরালভাবে CBI তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন
ABP Ananda Live: সঞ্জয় রায়ের আমৃত্য়ু যাবজ্জীবন কারাদণ্ডের পর অনেকেই জোরালভাবে CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, তদন্ত ঠিকমতো হয়নি বলেই, সঞ্জয়ের ফাঁসির সাজা হল না। পাশাপাশি, এতদিন ধরে বিচার চলার পরেও, আজও বেশ কিছু প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল। আজও অভিযোগ উঠল, সঞ্জয় রায় একা নয়, তিলোত্তমার ধর্ষণ-খুনে আরও অনেকে জড়িত।
আর জি কর মামলায় দোষী সাবস্ত্য সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি তিনি এও বলেছেন, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই রায় এবং বিচারকের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন অভিনেতা বাদশা মৈত্র এবং অভিনেত্রী দেবলীন দত্ত...
আর জি কর মামলায় রায় প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, 'নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনও মানুষই খুশি নন। তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে, তদন্তে কী কী ঘটনা তুলে এনেছে, কীভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে একজন বিচারক সিদ্ধান্ত নেন। আমার প্রশ্ন সিবিআই- এর কাছে তারা তাদের তদন্তে কী করেছে? তাদের তদন্তে যে এতগুলো কেন, নির্যাতিতার মা-বাবা যে এতগুলো প্রশ্ন করেছেন, তার উত্তর সিবিআই দিতে পারেনি। সিবিআই কী তদন্ত করল যে বিচারক এরকম নৃশংস ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না। আগামী দিনে সিবিআইকেই উত্তর দিতে



















