RG Kar Protest: আর্থিক দুর্নীতির তদন্তে এবার আর জি কর মেডিক্যালের মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআই
ABP Ananfda LIVE: আর্থিক দুর্নীতির তদন্তে এবার আর জি কর মেডিক্যালের মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআই। ফরেন্সিক বিভাগের প্রধান ও নবনিযুক্ত সুপারের সঙ্গে কথা বললেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সন্দীপ ঘোষকেও ফের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে, এদিনই সিজিও কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীরা।
আর জি কর-কাণ্ডে দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি'। 'আমিও তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, এই আন্দোলন ন্যায্য'। 'আমি কখনও তাঁদের হুমকি দিইনি, কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন'। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। গতকালের 'ফোঁস করা' মন্তব্যেরও ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। 'গতকাল শ্রীরামকৃষ্ণর কথা উদ্ধৃত করে 'ফোঁস করা' শব্দের ব্যবহার'। 'তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সোচ্চার হতে'। 'রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি'। 'আমি বিজেপির বিরুদ্ধে বলেছি'।'কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে'।আমি তারই প্রতিবাদ করেছি, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।