![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
RGKar:ছাত্রসমাজ লেখাপড়া বিবর্জিত হয়ে যায়নি,নেট পরীক্ষার দিন কর্মসূচির আহ্বান দেবে:SFI রাজ্য সম্পাদক
ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এতটা লেখাপড়া বিবর্জিত হয়ে যায়নি যে, UGC নেট পরীক্ষার দিন এরকম কোনও কর্মসূচির আহ্বান দেবে। বোঝা যাচ্ছে যে এই আন্দোলনটা একটা দাগ কাটবার মতো জায়গায় পৌঁছে গেছে। গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা নামছে জাস্টিস ফর আর জি কর, জাস্টিস ফর তিলোত্তমা এই স্লোগানকে সামনে রেখে। তার মধ্যে দাঁড়িয়ে কিছু মুখোশধারীরা এই আন্দোলনটাকে পিছিয়ে দেওয়ার, স্তিমিত করে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা আশঙ্কা করছি', বললেন SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
কালকের জমায়েত অবৈধ, নবান্ন অভিযান নিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। 'শকুনের রাজনীতি চলছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি', বললেন কুণাল ঘোষ। 'মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে',নবান্ন অভিযান প্রসঙ্গে কড়া বার্তা কুণালের। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির শিকড়ের খোঁজে সিবিআই। সন্দীপ ঘোষের বাড়ি সহ একযোগে ১৫ জায়গায় রেইড। ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। আর জি করে মরদেহ নিয়ে দালালচক্রের মারাত্মক অভিযোগ ।
![Rituparna Sengupta: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/da16ab29736fd8a6bd65e69c5fc8ad221732384131657894_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)