RG Kar LIVE:'তদন্তের জন্য আমাকে ডাকা হচ্ছে। সবরকম সাহায্য় করব',CGO-তে ঢোকার সময় মন্তব্য় সন্দীপ ঘোষের
ABP Ananda LIVE: সন্দীপ ঘোষকে(sandip ghosh) সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নিয়ে এল সিবিআই (CBI)। সিজিও-তে (CGO Complex)আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ । আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। আরজি কর হাসপাতালের এমারজেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর ও তণ্ডবের ঘটনায় গ্রফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা তারপর থেকে লাগাতার চলছে জিজ্ঞাসাবাদ।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের। 'প্রত্যেক জেলায়। অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে'। 'নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। 'নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা'। 'নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে'। 'মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের
![Jukti Takko: 'সন্তানহারা বাবা-মাকে এক আদালত থেকে আরেক আদালতে ছুটতে হচ্ছে..', মন্তব্য আখতার আলির | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/31/6490b2a917ff378c8918975001cb9dba1738323694865894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)