Jukti Takko: 'সন্তানহারা বাবা-মাকে এক আদালত থেকে আরেক আদালতে ছুটতে হচ্ছে..', মন্তব্য আখতার আলির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'নিহত চিকিৎসকের বাবা-মাকে এখন যা বলা হচ্ছে, তা ভাবা যায় না । সন্তানহারা বাবা-মাকে এক আদালত থেকে আর এক আদালতে ছুটতে হচ্ছে । সত্যি কথা বললেই কাউকে পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে । অত্যাচার করে সত্যকে চাপা দেওয়া যায় না । সঞ্জয়ের ধর্ষণ-খুনের ঘটনায় রহস্যের পর্দা উঠল না । সেমিনার রুমে কী ঘটেছিল এখনও জানা যায়নি । জালা ওষুধে দুর্নীতির কথা আগেই বলেছিলাম । স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি কোনও ছোট ঘটনা নয় ।', যুক্তিতক্কো অনুষ্ঠানে এসে মন্তব্য আখতার আলির
মহাকুম্ভে গিয়ে মৃত্যু মালদার বৈষ্ণবনগরের যুবকের
বাসন্তী পোদ্দার, উর্মিলা ভুঁইয়া, বিনোদ রুইদাসের পর এবার অমিয় সাহা। মহাকুম্ভে গিয়ে মৃত্যু মালদার বৈষ্ণবনগরের যুবকের। মহাকুম্ভে দুর্ঘটনায় মৃত্যু ২৮ বছরের অমিয় সাহার। পূণ্যস্নান করে ফেরার পথে হুড়োহু়ড়ি ও ধাক্কাধাক্কিতে পরিবারের থেকে আলাদা হয়ে যান। প্রবল ধাক্কাধাক্কিতে বুকে আঘাত পান ওই যুবক, বুকে যন্ত্রণা শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়
অস্ত্রোপচারেও হল না শেষ রক্ষা, ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে আক্রান্ত তরুণীর মৃত্যু হল হাসপাতালে। NRS হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ আহত তরুণীর মৃত্যু হয়। খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় তরুণী খুনে শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল।



















