RG Kar Incident : আর জি কর-কাণ্ডে ন্যাশনাল মেডিক্যালের ডেটা এন্ট্রি অপারেটরকে ক্লিনচিট
ABP Ananda LIVE : আর জি কর-কাণ্ডে ন্যাশনাল মেডিক্যালের ডেটা এন্ট্রি অপারেটরকে ক্লিনচিট। প্রসূন চট্টোপাধ্যায়কে তদন্ত কমিটির ক্লিনচিট। তদন্ত কমিটির ক্লিনচিট, প্রসূনকে কাজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ স্বাস্থ্য ভবনের। প্রসূনের পারফরম্যান্সের ওপরে নজর রাখতে বলেই দায় সারল স্বাস্থ্য ভবন ।
সন্দেশখালিকাণ্ডে একসময় তোলপাড় হয়েছে রাজ্য । যে ঘটনা নিয়ে রাজনৈতিক লড়াই চলে বিস্তর। সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি দখলের মতো একের পর এক অভিযোগ উঠেছে। যা ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। কারণ, এইসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন- শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো তৃণমূল নেতারা। গ্রেফতারও হয়েছিলেন তাঁরা। এবার সেই সন্দেশখালিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না।'
মমতা বলেন, "মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকার যখন পরিকল্পনার জন্য চেষ্টা করবে, 'দুয়ারে সরকার' করবে, আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যা কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা। মিথ্যা বেশিদিন চলে না। মিথ্যা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই, যা হয়েছে, হয়েছে। আমার মনে নেই। আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই, সন্দেশখালির মেয়েরা-ছেলেরা এক নম্বর স্থানে আসুক। তাঁরা ভারতে এক নম্বর হোক। তাঁরা সারা বিশ্ব জয় করুক। সারা বিশ্বে এক নম্বর হোক।"