RG Kar : 'TMC-তে টাকা দিয়েই সমস্ত মানুষের নৈতিক মাপকাঠি মূল্যায়ণ করা হয়', মদনকে পাল্টা শমীকের
ABP Ananda LIVE : 'উনি প্রমাণ করে দিচ্ছেন যে দল ক্ষমতায় আছে সেখানে টাকা দিয়েই সমস্ত মানুষের নৈতিক মাপকাঠি মূল্যায়ণ করা হয়', পাল্টা আক্রমণ শমীক ভট্টাচার্যের।
আরও বেলাগাম মদন, রেহাই নেই সন্তানহারা পরিবারেরও ! কুণাল, ববি, কল্যাণের পরে চিকিৎসকের মা-বাবাকে বেলাগাম আক্রমণ। 'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান'।সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়, পরিবারকে বেলাগাম আক্রমণে মদন । 'নিজেদের জন্য বাম-বিজেপির কথায় চিত্রনাট্য বদল করছেন'। 'চাইলে রাজনীতিতে যোগ দিন, অনেক উপনির্বাচন আছে, তবে জিততে পারবেন না'। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবারকে তীব্র আক্রমণে তৃণমূল বিধায়কের। হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ-খুন, পরিবারই শাসকদলের নিশানায়!
West Bengal News Live Update: সিউড়ি থানার আইসির উপরে চড়াও তৃণমূলকর্মীরা ! আইসির কলার চেপে ধমকি
ফের সেই বীরভূম, ফের তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ ! নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপরেই চড়াও তৃণমূলকর্মীরা ! সিউড়ি থানার আইসির উপরে চড়াও তৃণমূলকর্মীরা ! আইসির কলার চেপে ধমকি, উর্দি ধরে শাসকদলের কর্মীদের টানাটানি ! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অস্ত্র নিয়ে তাণ্ডব, থামাতে গিয়ে উর্দিই আক্রান্ত ! উর্দিকে থোড়াই কেয়ার, আইন হাতে তুলে আইনরক্ষকেরই উপরেই হামলা!



















