(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar live:'পুলিশ -প্রশাসনকে হাসপাতালের পরিস্থিতি নিয়ে হলফনামা দিতে হবে', নির্দেশ প্রধান বিচারপতির
ABP Ananda Live: পুলিশ এবং প্রশাসনকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে হলফনামা দিতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। শুনানির পরবর্তী দিন তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দেবে সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। '১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে ' , এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না , এটা বিশ্বাস করা কঠিন, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির । এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যার্থ ।
আরও খবর, ধর্না শুরুর আগে উধাও ধর্নামঞ্চ, শ্যামবাজারে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যওয়া হল রুদ্রনীল ঘোষকে। আর জি কর কাণ্ডে শ্যামবাজারে বিজেপির অবস্থান ঘিরে ধুন্ধুমার। প্রথমে ধর্না শুরুর আগে উধাও ধর্নামঞ্চ, পরে ফের মঞ্চ বাঁধার চেষ্টা করলে উত্তেজনা। অনুমতি না থাকায় পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।