RG Kar Live: 'কলকাতার নাগরিক হিসেবে লজ্জিত', আরজি কর প্রসঙ্গে মন্তব্য অপর্ণা সেনের
ABP Ananda Live: আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে, হাসপাতালে-হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সহকর্মীর মর্মান্তিক পরিণতির পর, তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েও, জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আবেদন জানিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেন, "আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের এই অবস্থানকে অন্যায্য বলা যায় না। অন্যদিকে আজ আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে আর জি কর হাসপাতালে যান অপর্ণা সেন, পল্লব কীর্তনিয়ার মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অপর্ণা বলেন, কলকাতার নাগরিক হিসেবে তিনি লজ্জিত । কলকাতা থেকে জেলা। স্বাধীনতা দিবসের মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক দিয়ে, জমায়েতের ডাক দিলেন মহিলারা। দাবি একটাই, 'জাস্টিস ফর আর জি কর।'