RG Kar News: জুনিয়র চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতীকী অনশন CMRI হাসপাতালে।
RG Kar Update: সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। বিএম বিড়লা ও সিএমআরআই হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অ্য়াপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালেও। আংশিক কর্মবিরতি চলছে সল্টলেকের মনিপাল হাসপাতাল, পিয়ারলেস হাসপাতালে।
আরও খবর, আর জি কর-কাণ্ডের বিচার, নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে যখন ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা, তখন ফের SSKM-এ উঠেছে দুষ্কৃতী-তাণ্ডবের অভিযোগ। হকি স্টিক, উইকেটের আঘাতে মাথাফাটে রোগীর আত্মীয়দের। হাসপাতালে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫ জন। সিসিটিভি ক্য়ামরার ফুটেজের ভিত্তিতে তাঁদের গ্রেফতারের পাশাপাশি ৪ টি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা চেতলা, আলিপুরের বাসিন্দা।