RG Kar News: জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের তুলনা, নিজের অবস্থানে অনড় দেবাংশু ভট্টাচার্য।
RG Kar News: জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের তুলনা, নিজের অবস্থানে অনড় দেবাংশু ভট্টাচার্য। 'গতকাল জুনিয়র ডাক্তারদের একাংশের সঙ্গে মাওবাদীদের তুলনা করেছিলাম'। 'কারণটা স্পষ্ট, মাওবাদীরা নিজেদের দাবি আদায়ে মানুষ মারে'। 'জুনিয়র ডাক্তাররাও নিজেদের দাবি আদায়ে মানুষ মারার হুমকি দিয়েছেন'। 'এক জুনিয়র ডাক্তার বলছেন, মুখ্যমন্ত্রী কি তাহলে মাওবাদীদের সঙ্গে বৈঠক করছেন?' 'ইতিহাস সাক্ষী, এর আগে বহু রাষ্ট্রপ্রধান উগ্রপন্থী সংগঠনের সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন'। জনগণের স্বার্থে এই নমনীয়তা অপরাধ নয়, বরং প্রশংসনীয়, পোস্ট দেবাংশুর। অনশনের ১৭ দিন, সংঘাতের মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় অনশনের আজ ১৭ তম দিন। অনশন চালু রেখেই আজ মুখ্যমন্ত্রী-সাক্ষাতে যাবেন জুনিয়র ডাক্তাররা। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্নে বৈঠকে বসার আহ্বান জানান মুখ্যসচিব। সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা। মুখ্যসচিবকে পাল্টা ই-মেলও করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে নিজেদের ১০ দফা দাবি ই-মেল করে মুখ্যসচিবকে জানিয়ে দেন তাঁরা।